চট্টগ্রাম

শিশুদের মধ্যে মূল্যবোধ ও সচেতনতা সৃষ্টিতে পুতুলনাচের আয়োজন

অ্যাসোসিয়েশন অব বুড্ডিস্ট সলিডারিটি অব বাংলাদেশ (এবিএসবি) এবিএসবি’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় ‘পুতুলনাচ-দ্বিতীয় সংস্করণ’

শুক্রবার (১৭ মে) সুবিধাবঞ্চিত পথশিশু ও স্থানীয় শিশুদের নিয়ে এ আয়োজনের সহযোগিতায় ছিল জলপুতুল পাপেটস।

এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল পুতুল নাচের মাধ্যমে চট্টগ্রামের শিশুদের মধ্যে সামাজিক মূল্যবোধ, নৈতিকতা, গাছ লাগানোর গুরুত্ব ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা।

এই অনুষ্ঠানের প্রথম কার্যক্রম অনুষ্ঠিত হয় সকাল সাড়া ১০টায় নগরের সিআরবির শিরিষতলায় এবং দ্বিতীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল বিকেল সাড়ে ৪টায় চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহারে।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাকা ও চট্টগ্রাম শাখার সদস্য, প্রতিষ্ঠাতাবর্গ, প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *