চট্টগ্রামফটিকছড়ি

ফটিকছড়িতে ঘেরাজাল দিয়ে মাছ নিধন, ২ জনকে জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়ির তেলপারই খালে ঘেরাজাল দিয়ে মাছ নিধনের দায়ে নূরুল আবসার (৬১) ও হাবিবুর রহমান (৩৮) নামে দু’জনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ জুলাই) ভোররাতে উপজেলার জাফতনগর ইউনিয়নের তেলপারই খালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। এ সময় থানা পুলিশ ও জাফতনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জিয়া উদ্দিন জিয়াসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, তেলপারই খালে ঘেরাজাল দিয়ে মাছ নিধন করায় দু’জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাছের চাহিদা পূরণের লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। উপজেলার কোন নদী-খালে ঘেরাজাল, বিন্দিজাল বসানো যাবে না। বসালে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *