চট্টগ্রামসন্দ্বীপ

সন্দ্বীপ উপজেলা ভূমি অফিসের স্মার্ট ভূমিসেবা

চট্টগ্রাম: হয়রানিমুক্ত নাগরিকবান্ধব স্মার্ট ভূমিসেবা প্রদান করার প্রত্যয়ে নতুন রূপে সেজেছে সন্দ্বীপ উপজেলা ভূমি অফিস। এতে সন্দ্বীপ উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ খুশি।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম যোগদান করার মাত্র ৬ মাসেই হয়েছে ব্যাপক পরিবর্তন। পুরো উপজেলার খতিয়ান এখন অনলাইন সার্ভারে প্রবেশ করানো হয়েছে।

সেবা গ্রহীতারা কিউআরকোড যুক্ত নামজারি খতিয়ান পাচ্ছেন কোনো হয়রানি ছাড়াই। বিনামূল্যে মিলছে জমির প্রয়োজনীয় কাগজপত্র ও সহি-মুহুরি নকল।

জানা যায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম আসার পর থেকেই ভূমি কর্মকর্তাদের সঙ্গে জনগণের দূরত্ব কমেছে। জনগণের ভোগান্তি লাঘবে সেবার সবকিছু এখন অনলাইনে। উপজেলা ভূমি অফিসে কোনও আর্থিক লেনদেনের সুযোগ নেই। শুধু তাই নয় বর্তমান সরকারের ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থা শতভাগ অনলাইন আপডেট বাস্তবায়নের লক্ষ্যে, ভূমি সংক্রান্ত কাগজপত্র অনলাইনে আপলোড, বাদি-বিবাদীর সরাসরি শুনানি আরও দ্রুততম সময়ের মধ্যে গ্রহণ করা, জমির নামজারিসহ নানামুখি সেবায় পাল্টে গেছে সন্দ্বীপ উপজেলা ভূমি অফিসের চিত্র। বর্তমানে এখান থেকে প্রায় সব ধরনের সেবা পাচ্ছেন সেবাগ্রহীতারা।

এ প্রসঙ্গে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন- একজন অফিসার চাইলে উপজেলার অনেক উন্নতি ঘটাতে পারেন। শতভাগ স্বচ্ছতার সাথে আমি দায়িত্ব পালন করছি। এ কারণেই ভূমি অফিসের সেবার মান, পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হচ্ছে। গত ৬ মাসে ১৮ দিন মোবাইল কোর্ট পরিচালনা করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *