চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘেরাও করার হুঁশিয়ারি মুক্তিযোদ্ধাদের
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মুহাম্মদ ইদ্রিস আলী ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক আব্দুল আলীমের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রামের স্থানীয় মুক্তিযুদ্ধারা।
এ সময় তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ড কার্যালয় ঘেরাও, অনশনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন। একইসঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বর্তমান সচিবকে দুর্নীতিবাজ আখ্যায়িত করে তার বিরুদ্ধে তদন্তের দাবিও জানান মুক্তিযোদ্ধারা।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট।
বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা পরিবেশবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইদ্রিস আলী এবং শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল আলীমের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা ঠিক হয়নি। মিথ্যা মামলা প্রত্যাহার না করলে চট্টগ্রামের সর্বস্তরের নাগরিক সমাজকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কার্যালয় ঘেরাও, অনশনসহ কঠোর কর্মসূচি পালন করব।‘
তিনি আরও বলেন, ‘বোর্ডের নানা দুর্নীতিতে অভিযুক্ত সচিব নারায়ন চন্দ্র নাথসহ দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। এর মধ্যে তিনি বোর্ডের চেয়ারম্যান হিসেবেও চলতি দায়িত্ব পেয়েছেন। এর ফলে দুর্নীতির আলামত নষ্টের শংকা দেখা দিয়েছে। এই বিষয়ে ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর জরুরি দৃষ্টি আকর্ষণ করছি। তাকে চেয়ারম্যানের চলতি দায়িত্ব থেকে অপসারণ করা হোক।‘
সাংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডার মোজাফফর আহমদ, জেলা ভারপ্রাপ্ত কমান্ডার সরোয়ার কামাল দুলু, মুক্তিযোদ্ধা কাউন্টার মোহাম্মদ ইদ্রিস মিয়া, আ হ ম নাসির উদ্দিন, রাজা মিয়া প্রমুখ।
অধ্যাপক নারায়ন চন্দ্র নাথকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ওই দুইজনের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করা হয়। সচিব নারায়ন চন্দ্র নাথের স্ত্রী বনশ্রী দেবনাথ মামলাটি করেন। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পুলিশের কাউন্টার টেরোরিজমকে তদন্তের নির্দেশ দিয়েছেন।