পার্বত্য চট্টগ্রাম

রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাঙামাটির রাজস্থলী উপজেলার নির্মাণাধীন সীমান্ত সড়কের কাজে নিয়োজিত বেসামরিক ট্রাক দুর্ঘটনায় এক হেলপার নিহত হয়েছেন।

রবিবার (২৪ ডিসেম্বর) আনুমানিক রাত ৪টার সময় জুড়াছড়ি থানার অন্তর্গত দুমদুমিয়া ইউনিয়নের ৩৫ কিলো ৪১ বিজিবি আওতাধীন সীমান্ত সড়কের কাজে নিয়োজিত বেসামরিক ট্রাকের ড্রাইভার মাইনুদ্দিন নয়ন (২৮) এবং হেলপার শাকিল উদ্দিন (২২) গুরুতর আহত হয়।

এই দুর্ঘটনার সংবাদ পেয়ে সাইচল আর্মি ক্যাম্প তাদেরকে উদ্ধার করে ভোর ৫.৩০টার সময় রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হেলপার শাকিল উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং আহত ড্রাইভার মাইনুদ্দিন নয়নকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

নিহত হেলপার শাকিল উদ্দিন চট্টগ্রাম জেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার নাপিত পুকুরিয়া নামক গ্রামের মনছব আলির সন্তান এবং আহত ড্রাইভার মাইনুদ্দিন নয়ন বান্দরবান সদরের রাজবিলা ইউনিয়নের রাজবিলা মুসলিম পাড়া গ্রামের কোরবার আলির সন্তান।

এই বিষয়ে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, সংবাদ পেয়ে রাজস্থলী থানা পুলিশ মৃত ব্যক্তির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং মৃত ব্যক্তির মরদেহ তার আত্মীয় স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *