চট্টগ্রামফটিকছড়ি

পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়ির নারায়ণহাটে এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে ভূজপুর থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) মো. শাহাদাতের বিরুদ্ধে। এই ঘটনার পর রবিবার রাতে ওই ব্যবসায়ীর স্বজনরা ওসির কাছে মৌখিক অভিযোগ করেছেন।

উপজেলার হাসনাবাদের বাসিন্দা ও জয়নাল হোটেলের মালিক ব্যবসায়ী মো. করিম সাংবাদিকদের অভিযোগ করেন, গতকাল রবিবার দুপুরে সাদা পোশাকধারী তিন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে যান। তারা দোকানে খাবারের বিভিন্ন পাতিলের ঢাকনা ওলট পালট করতে থাকেন। এসময় সেখানে করিমের স্ত্রী থাকায় তাদের ভেতরে প্রবেশে নিষেধ করেন। এসময় তারা করিমকে বেদড়ক মারধর করেন। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। একপর্যায়ে শাহাদাত তাঁকে হাতকড়া পরান। ক্রসফায়ারের হুমকি দেন।

ব্যবসায়ী মো. করিম বলেন, ‘তিনজনের একজন নিজেকে এএসআই শাহাদাত হিসেবে পরিচয় দেন। তাঁর সঙ্গে থাকা অপর দুই পুলিশও আমাকে মারধর করেন। তাদের একজন মো. ইমরান। এক পর্যায়ে তারা মারতে মারতে আমাকে বাইরের সড়কে নিয়ে যান। সেটি সিটিটিভি ফুটেজে আছে। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।’

ব্যবসায়ী করিমের স্ত্রী বানু বেগম বলেন, ‘এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী পুলিশদের শাস্তি চান তিনি। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের নির্যাতনের শিকার না হন। পুলিশ অন্যায়ভাবে এমন করতে পারে না।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভূজপুর থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) মো. শাহাদাত বলেন, ‘একটি তথ্য নেওয়ার জন্য আমরা দুই পুলিশ সদস্য সেখানে যাই। ওই ব্যবসায়ী বিমাতাসূলভ আচরণ করেন। তার সাথে ধাক্কাধাক্কি হয়েছে। মারধর করা হয়নি। ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়নি, এটি মিথ্যা অভিযোগ।’

ভূজপুর থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, ‘ব্যবসায়ীকে মারধরের ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আমরা চেষ্টা করছি বিষয়টি সমাধান করতে। তারপরও অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *