চট্টগ্রাম

শাহ আমানতে ১৭০ যাত্রীর বিড়ম্বনা

চট্টগ্রাম: যান্ত্রিক ত্রুটির কারণে শাহ আমানত বিমানবন্দরে বিড়ম্বনায় পড়েছেন ১৭০ যাত্রী। ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার কথা ছিল তাদের। সর্বশেষ ৬৯ জন যাত্রী সৌদি আরবের জেদ্দার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করেন। বাকি যাত্রীরা স্বেচ্ছায় টিকিট পরিবর্তন করে নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।

তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ওই উড়োজাহাজে তিনবার যাত্রী উঠিয়েও পরে নামিয়ে দেওয়া হয়। সোমবার রাত ১১টার দিকে ফ্লাইটটি সাসপেন্ড করা হয়। রাত আড়াইটার দিকে ১৭০জন যাত্রীকে বিমানবন্দর থেকে পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি আবাসিক হোটেলে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে যাত্রীদের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে ৬৯ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ফ্লাই করেছে। বাকিদের টিকিট চেঞ্জ করে দিয়েছে ফ্লাই দুবাই কর্তৃপক্ষ।

এমন অব্যবস্থাপনা বা যাত্রী হয়রানি বন্ধে ফ্লাই দুবাই কতৃর্পক্ষকে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *