আন্তর্জাতিক

হাসপাতালের গেটে সন্তান প্রসব করলেন নারী, ৩ চিকিৎসক বরখাস্ত

প্রসূতিকে হাসপাতালে ভর্তি করাতে রাজি হননি চিকিৎসকরা। বাধ্য হয়ে হাসপাতালের দরজার সামনেই সন্তানের জন্ম দেন এক নারী। এই ঘটনায় শাস্তির মুখে পড়েছেন সরকারি হাসপাতালের তিনজন চিকিৎসক।

তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে।

প্রতিবেদনে বলা হয়েছে, গর্ভবতী এক নারীকে হাসপাতালে ভর্তির অস্বীকৃতি জানানো এবং পরে হাসপাতালের গেটের কাছে সন্তানের জন্ম দেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে জয়পুরে একটি সরকারি হাসপাতালের তিন আবাসিক ডাক্তারকে রাজস্থান সরকার বৃহস্পতিবার বরখাস্ত করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

রাজ্যটির মেডিকেল শিক্ষার অতিরিক্ত মুখ্য সচিব শুভ্র সিং বলেছেন, বিষয়টি প্রকাশ্যে আসার পরে তার বিভাগ সরকারি বিবৃতি অনুসারে অবিলম্বে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

সংবাদমাধ্যম বলছে, গত বুধবার জয়পুরের কানওয়াটিয়া হাসপাতালে এক প্রসূতিকে ভর্তি করাতে নিয়ে গিয়েছিলেন তার পরিবারের সদস্যেরা। কিন্তু অভিযোগ, চিকিৎসকেরা তাকে দেখে জানান, এখনই ভর্তি হওয়ার প্রয়োজন নেই। পরে প্রসূতিকে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয়।

এরপর হাসপাতাল থেকে বের হওয়ার সময়ই ওই নারীর প্রসব যন্ত্রণা শুরু হয়। যার ফলে হাসপাতালের দরজায় সন্তান প্রসব করতে বাধ্য হন ভুক্তভোগী ওই নারী।

রোগীর পরিবারের অভিযোগ, প্রসব যন্ত্রণা ওঠার পরেও হাসপাতালের কাছ থেকে কোনও সহযোগিতা পাওয়া যায়নি। এরপরই হাসপাতালে বিক্ষোভ করেন রোগীর আত্মীয়রা। পরে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

এদিকে জয়পুরের কানওয়াটিয়া হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট রাজেন্দ্র সিং তানওয়ারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধেও দায়িত্বে গাফিলতির অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *