জাতীয়

৪১.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায়

টানা চারদিনের তীব্র তাপপ্রবাহে নাজেহাল চুয়াডাঙ্গাবাসী। একই সাথে টানা চারদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রাও ছিল চুয়াডাঙ্গায়। এ অবস্থায় জেলাজুড়ে হিট অ্যালার্ট জারি করে শহরে মাইকিং করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে এ অ্যালার্ট জারি করা হয়।

এদিকে, শুক্রবার (১৯শে এপ্রিল) বেলা ৩টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

জেলা প্রশাসনের প্রচারণায় বলা হয়েছে, অকারণে ঘরের বাইরে আসা বন্ধ করতে হবে। বেশি বেশি তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে। ঝুঁকিপূর্ণ ব্যক্তি তথা বয়স্ক ব্যক্তি, হৃদরোগ ও উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তি এবং শিশুদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে। চলতি সপ্তাহে জেলায় বৃষ্টিপাতের কোনো সুখবর নেই।

এদিকে, তীব্র তাপে চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ সব স্বাস্থ্যসেবা কেন্দ্রে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

চিকিৎসকরা বলছেন, সাধারণ মানুষকে হিট অ্যালার্টের নির্দেশনা মেনে চলতে হবে। কোনো রকম অসুবিধা হলেই কাছের হাসপাতালে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *