রাজনীতি

অবরোধ কেউ মানছে না, তারপরও লজ্জা হয় না: তথ্যমন্ত্রী

হরতাল অবরোধ কেউ মানছে না বলে মন্তব্য করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক ধ্বসংসাত্মক রাজনীতি থেকে বেরিয়ে আসুক।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, হরতাল-অবরোধ দিয়ে মানুষের স্বাভাবিক জীবনে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে ফলে কেউ তা মানছে না। অবরোধে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ট্রাফ্রিক জ্যাম দেখা যাচ্ছে। এসব কর্মসূচি দিয়ে তারা নিজেদের হাস্যরসে পরিণত করছে। আমি বুঝি না কারা এসব ধারণা দেয়?

তিনি বলেন, এভাবে গাড়ি-ঘোড়া চলা মানে তাদের বৃদ্ধাঙ্গুলি দেখানো। তারপরও লজ্জা হয় না। আসলে যাদের লজ্জা থাকে না, যাদের লজ্জা হারিয়ে গেছে তাদের লজ্জা লাগার কথা না। প্রকৃতপক্ষে বিএনপি একটি সন্ত্রাসী সংস্থায় পরিণত হয়েছে এবং তাদের নেতৃবৃন্দ সন্ত্রাসী নেতায় পরিণত হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক, এটা আমরা চাই। সন্ত্রাসী রাজনীতি থেকে তারা বেরিয়ে আসুক। বিএনপি নির্বাচনে অংশ নিলে, নির্বাচনের তারিখ ঠিক রেখে তফশিলে যে পরিবর্তন আনার কথা বলেছে নির্বাচন কমিশন, সেটি যথার্থই বলেছে কমিশন। বিএনপির এতে বোধোদয় হবে বলে আশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *