চট্টগ্রাম

‘একাত্তরের গণহত্যার স্বীকৃতি না দেয়া জাতিসংঘের চরম ব‍্যর্থতা’

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির দাবিতে ও জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস্ ফোরাম।

রবিবার (২৪ মার্চ) দোস্তবিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী। জেলা সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু।

প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। আলোচনায় অংশ নেন সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, জেলার সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক খান, নারীবিষয়ক সম্পাদক এডভোকেট সাইফুন নাহার খুশী, সম্পাদক মন্ডলির সদস‍্য মঈনুল আলম খান, নবী হোসেন সালাউদ্দিন, মুক্তিযুদ্ধের প্রজন্মের আশেক মাহমুদ মামুন, রাজীব চন্দ, কোহিনুর আকতার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, একাত্তরের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী সাধারণ বাঙালির ওপর যেভাবে পৈশাচিক হত্যাযজ্ঞ চালিয়েছিল তা পৃথিবীর ইতিহাসে জঘন্যতম জেনোসাইড। একাত্তরের জেনোসাইডের স্বীকৃতি না দেওয়া জাতিসংঘের চরম ব‍্যর্থতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *