চট্টগ্রাম

এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

এক লক্ষ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (০১ মার্চ) সকালে টেকনাফের কাটাবুনিয়া এলাকায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অভিযান চালিয়ে মাদকসহ কারবারিকে ইয়াবাগুলো উদ্ধার করে।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, খুরেরমুখ এলাকায় অস্থায়ী চেকপোস্ট থেকে আনুমানিক ২ কি.মি দক্ষিণ দিকে কাটাবুনিয়া নামক এলাকা দিয়ে সাগর পথে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসার খবর পায় বিজিবি।

এ তথ্যের ভিত্তিতে খুরেরমুখ অস্থায়ী চেকপোস্টের একটি চোরাচালান প্রতিরোধ টহলদল কাটাবুনিয়া এলাকায় অবস্থান করে।

৭.৫০ মিনিটের দিকে দুইজন ব্যক্তি বঙ্গোপসাগর পাড়ে সাম্পান হতে নেমে দু’টি ব্যাগ হাতে নিয়ে কাটাবুনিয়া সড়কের দিকে আসে।

তাদের গতিবিধি সন্দেহ হলে টহল দল দেখে ব্যাগ ফেলে তারা পালাতে চেষ্টা করে। এসময় একজনকে আটক করে এবং অন্য জন পালিয়ে যায়। ব্যাগ হতে ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার হয়।

আটককৃত ব্যক্তি হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের মোঃ উসমান (৩৪)। তাকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *