চট্টগ্রাম

চবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিত ৮৮ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ সেশনের প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) বেলা ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হয়েছে এই ভর্তি পরীক্ষা।

বি ইউনিটে মোট পরীক্ষার্থী ছিলেন ৬৫ হাজার ২৬৭ জন।

পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন ৫৭ হাজার ৫২২ জন। যা শতকার ৮৮ দশমিক ১৩ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক।

চবি প্রক্টর অধ্যাপক ড. নুরুল আজিম শিকদার বলেন, আমরা সুষ্ঠুভাবে পরীক্ষার সবরকম প্রস্তুতি নিয়েছি। এ বছর আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ আরও ৫টি কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করেছি। আশা করি এর মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমে আসবে। আমরা পরীক্ষার্থীদের কথা ভেবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছি। পুলিশ, প্রক্টরিয়াল বডি, বিএনসিসি, র‍্যাব, রোভার স্কাউট, নিরাপত্তা কর্মী এবং রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে সহযোগিতা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *