দেশজুড়ে

প্রথম নারী মেয়র পেলো মুন্সিগঞ্জ পৌরসভা

মুন্সিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে ২১ হাজার ৯৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে জগ প্রতীকের মেয়র প্রার্থী চৌধুরী ফাহরিয়া আফরিন। নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকের মাহতাবউদ্দিন কল্লোল পেয়েছেন ৬১০ ভোট। শনিবার (৯ মার্চ) দিনভর ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. বশির আহমেদ।

চৌধুরী ফাহরিয়া আফরিনের বিজয়ের মাধ্যমে প্রথম নারী মেয়র পেলো মুন্সিগঞ্জ পৌরবাসী। তিনি মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের স্ত্রী।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারে উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৫৭ হাজার ৯৬০ জন।সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ৯ ওয়ার্ডের ২৫টি কেন্দ্রের ১৫৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। ইভিএম পদ্ধতিতে দিনভর ২২ হাজার ৬০৪ জন ভোটার ভোট প্রদান করেন। যা মোট ভোটের ৩৯ শতাংশ।

প্রসঙ্গত, পৌরসভার মেয়র পদ থেকে মোহাম্মদ ফয়সাল বিপ্লব পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ায় পৌরসভাটির মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়েছিল। এরই প্রেক্ষিতে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *