পার্বত্য চট্টগ্রাম

রাঙামাটিতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

রাঙামাটিতে তীব্র গরম থেকে স্বস্তি পেতে ‘সালাতুল ইস্তিসকা’র নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন মুসল্লিরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে এলাকাবাসীর উদ্যোগে রাঙামাটি কেন্দ্রীয় জানাজা মাঠে এই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজ ও মোনাজাত পরিচালনা করেন আহলে সুন্নাত রাঙামাটি জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা এম এ মুস্তফা হেজাজী। নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচন্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়।

নামাজে অংশ নেওয়া সাধারণ মুসল্লিরা বলেন, দীর্ঘদিন ধরে রাঙামাটিসহ সারা দেশে বৃষ্টি নেই। তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আল্লাহ যেন বৃষ্টির মাধ্যমে এ অবস্থা থেকে সবাইকে পরিত্রাণ করেন এটাই প্রার্থনা।

রাঙামাটি সুন্নী ওলামা পরিষদের আহবায়ক মাওলানা মো: নঈম উদ্দীন বলেন, যখন দীর্ঘদিন বৃষ্টি হতো না, তখন নবী করিম (স.) সাহাবাদের নিয়ে যে বিশেষ সালাত আদায় করতেন, তাকে সালাতুল ইস্তিসকা বলে। ইস্তিসকা মানে বৃষ্টি প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *